কোন শিশু বয়সসীমা পেরিয়ে বয়স্কতে উত্তীর্ণ হলে, এক্ষেত্রে তার টিকিট রি-ইস্যু/তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কী?
'শিশু বয়সসীমা' অতিক্রম করে 'প্রাপ্তবয়স্ক' বয়সে প্রবেশ করা ব্যক্তির ক্ষেত্রে টিকিটের রি-ইস্যু/তারিখ পরিবর্তনের সম্পূর্ণ ফেয়ারের ওপর অতিরিক্ত চার্জ প্রযোজ্য। উপরন্তু, এয়ারলাইন পলিসি অনুসারে বর্তমান টিকিটের এয়ারফেয়ার পার্থক্য, রি-ইস্যু ফি ও কনভিনিয়েন্স ফি প্রযোজ্য।
Updated on: 30/11/2023
Thank you!