Articles on: ফ্লাইট

শেয়ারট্রিপ-এ ক্রয়কৃত টিকিট বাতিল করার প্রকিয়া কী?

ফ্লাইট টিকিট রিফান্ড কিংবা বাতিলের জন্য অনুগ্রহপূর্বক flight@sharetrip.net ঠিকানায় মেইল করুন। বিভিন্ন এয়ারলাইনসের ক্ষেত্রে বাতিল ও রিফান্ড পলিসি ভিন্ন ভিন্ন হয়। বাতিলের ক্ষেত্রে, নির্দিষ্ট এয়ারলাইনের পলিসি অনুযায়ী আপনাকে চার্জ পরিশোধ করতে হবে। উপরন্তু, শেয়ারট্রিপ-এর রিফান্ড সার্ভিস ফি জন প্রতি ৳ ১,৫০০। ইন্টারন্যাশনাল এয়ার টিকিটের ক্ষেত্রে সার্ভিস ফি জন প্রতি ৳ ৫০০। ডোমেস্টিক এয়ার টিকিটের ক্ষেত্রে, রিফান্ড সার্ভিস ফি জন প্রতি ৳ ৩০০ ও তারিকজ পরিবর্তনের সার্ভিস ফি জন প্রতি ৳ ২০০। আমরা পুরোপুরিভাবে এয়ারলাইনের রিফান্ড পলিসি অনুসরণ করি। এয়ারলাইনস তাদের রিভান্ড পলিসির সত্ত্বাধিকারী এবং যেকোনো সময় তা পরিবর্তনের ক্ষমতা রাখে; এয়ারলাইনের পলিসির ওপর শেয়ারট্রিপের কোনো প্রকারের নিয়ন্ত্রণ নেই।

Updated on: 23/02/2023

Was this article helpful?

Share your feedback

Cancel

Thank you!