ওমরাহ যাত্রার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোন ভাড়ার শ্রেণি (Fare Class) গ্রহণযোগ্য?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ওমরাহ যাত্রার জন্য শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভাড়ার শ্রেণি অনুমোদিত। অন্যান্য যেকোনো শ্রেণিতে বুকিং করলে, তা বাতিল হয়ে যাবে।
অনুমোদিত ভাড়ার শ্রেণি:
- ইকোনমি: U, A
- বিজনেস: D, C
বুকিংয়ের আগে ক্লাস চেক করতে হলে:
১. আপনার পছন্দের ফ্লাইটটি সার্চ করুন।
২. দামের নিচে থাকা ‘View Details’ বাটনে ক্লিক করুন।
৩. বিস্তারিত অংশে, ফ্লাইট ছাড়ার সময়ের নিচে আপনি দেখতে পাবেন:
Class: ECONOMY-** ( X ) **
ব্র্যাকেটের মধ্যে থাকা অক্ষরটি হলো ক্লাস বা শ্রেণি। অনুমোদিত শ্রেণির সঙ্গে মিলে কিনা তা যাচাই করুন।
যদি আপনি নিশ্চিত না হন, অনুগ্রহ করে বুকিংয়ের আগে আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন 📥
Updated on: 23/07/2025
Thank you!