শেয়ারট্রিপ-এ লো-কস্ট ক্যারিয়ার (এলসিসি) ফ্লাইট বুক করার সময় আমার কি ভিসা এবং পাসপোর্টের কপি আপলোড করতে হবে?
এলসিসি ফ্লাইট বুক করার ক্ষেত্রে, নিম্নোক্ত ডকুমেন্ট আপলোড করা আবশ্যক:
১। বৈধ পাসপোর্টের কপি
২। ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের কপি
সংশ্লিষ্ট এয়ারলাইনস (ইন্ডিগো, সালাম এয়ার, ইত্যাদি) কর্তৃক টিকিট বাতিল হওয়ার ঝামেলা এড়াতে টিকিট ইস্যু করার সময় অবশ্যই উপরিউক্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।
Updated on: 28/01/2025
Thank you!